প্রকাশিত: Mon, May 1, 2023 4:06 PM
আপডেট: Mon, May 12, 2025 2:51 AM

সরকারকে ক্ষমতায় রাখা মানে নিজের পেটে লাথি মারা: সাকি

জেরিন আহমেদ: গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, আইএমএফ বলে দেয় বাংলাদেশ নাকি রোল মডেল। অর্থনীতি ধ্বংসের দিকে না গেলে কেউ আইএমএফ এর কাছে যায় না। তারা বলছে চুরি দুর্নীতি যা কিছু হচ্ছে, সেগুলো কাঠামোগত সংস্কার করে সেগুলো কমাতে হবে। তারা জনগণের কাছ থেকে ভর্তুকি প্রত্যাহার করতে চায়। মানুষের নিত্য প্রয়োজনীয় যা কিছু দরকার সেসব জায়গায় ভর্তুকি প্রত্যাহার করতে হবে। তার মানে জনজীবন আরও খারাপ হবে, মানুষের ঘরে দ্রব্যমূল্যের আরও চাপ বাড়বে। আর এটাই হচ্ছে এ সরকারের নীতি।  

মহান মে দিবস উপলক্ষে সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত শ্রমিক পরিষদ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। 

সাকি বলেন, আওয়ামী লীগ নাকি প্রগতির লোক, উন্নতির লোক। এভাবে তারা দাবি করে আসছেন। মিথ্যা কথা গলার জোর দিয়ে এতটা বুক ফুলিয়ে বলা সম্ভবত ভবিষ্যতের মিথ্যুকেরা তাদের কাছ থেকে শিখবে। জনগণের ট্যাক্সের টাকায় তথ্য মন্ত্রণালয় খুলে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে সকাল-বিকেল মিথ্যা কথা বলার জন্য। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিদের নামে নানাভাবে কুৎসা রটনা করা তাদের প্রতিদিনের দায়িত্ব। 

তিনি বলেন, যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদের বিশাল একটা অংশ এসেছেন শ্রমিক ও কৃষক পরিবার থেকে। যুদ্ধের ঘোষণায় ছিল রাষ্ট্র সব নাগরিকের জন্য সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। স্বাধীনতার আজকে ৫২ বছর হয়ে গেল। শেখ হাসিনার নেতৃত্বে সরকার নাকি উন্নিয়ন করে আমাদের সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো বানিয়ে দিয়েছে। 

সাকি বলেন, তবে আমাদের এ দেশে আজ পর্যন্ত বাংলাদেশের শ্রমিকদের জন্য জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়নি। আপনি ঘণ্টায় কাজ করবেন, দিন কাজ করবেন, সপ্তাহ কাজ করবেন, মাসব্যাপী কাজ করবেন আর একেকজন আপনাকে একেক ভাবে মজুরি দেবেন।

সাকি বলেন, আমাদের দেশের মানুষের আয়ের সঙ্গে স্বাস্থ্যের যে ব্যয় তা দুনিয়ার বাকি দেশ গুলোর সঙ্গে তুলনা করলে খুব কম দেশে তা পাওয়া যাবে। স্বাধীনতা সময় এদেশের মানুষের জন্য যে স্বাস্থ্য সেবা দেওয়ার কথা ছিল তা তারা তৈরি করতে পারেনি। আমরা যদি ক্ষমতায় যাই দেশের প্রতিটি জনগণের জন্য জাতীয় পরিচয়পত্রের মতো সর্বজনীন স্বাস্থ্য সেবা কার্ড প্রদান করব। সামান্য প্রিমিয়াম দিয়ে নাগরিকরা তাদের স্বাস্থ্য সেবার জন্য যেকোনো চিকিৎসা সরকারি হাসপাতালে থেকে নিতে পারবেন।সম্পাদনা: সালেহ্ বিপ্লব